বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অত্র এলাকায় আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে আসছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বিভাগ অত্র এলাকায় অবস্থিত জিকে সেচ প্রকল্পের বিভিন্ন সেচ খাল এবং অন্যান্য সেচ কাঠামোর নিয়মিত পরিচালনা, রক্ষনাবেক্ষন ও পুর্নবাসনের মাধ্যমে ফসলের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। সম্প্রতি ‘‘৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় ৯টি নিষ্কাশন খাল পুনঃখনন কাজ শেষ হয়েছে। গড়াই নদীর বিভিন্ন স্থানে অস্থায়ী প্রতিরক্ষা কাজ করে অত্র এলাকার জনগনের জানমাল নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা হয়েছে। সর্বোপরি সেচ ব্যবস্থার উন্নয়ন, নদ-নদী ও খাল-বিল পুনঃখনন এবং নদী ভাঙ্গন রোধে প্রতিরক্ষামুলক কাজ সম্পন্ন করার ফলে অত্র এলাকার মৎস উৎপাদন বৃদ্ধি পেয়েছে, ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটেছে, মানুষের জীবন মান উন্নত হয়েছে, অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি পেয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস