Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, বন্যা, খরা,জলাবদ্ধতা, আন্তর্জাতিক নদী প্রবাহ, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন জনিত বিরুপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক পরিবেশের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি, মৎস্য, বন প্রভৃতি ক্ষেত্রে টেকসই উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সরকারের একটি বিশেষায়িত সংস্থা। ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠণের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে পানি অংশ একই লক্ষ নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সম্পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। পানি উন্নয়ন বোর্ড-এর বর্তমান লক্ষ হচ্ছে আর্থিক সক্ষমতা, সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশ সচেতনতা নিশ্চিত করার মাধ্যমে দেশের মানুষের জ্ঞান ও সামর্থ্য বৃদ্ধি করা যাতে জনগণের ব্যাপক অংশ গ্রহনের মাধ্যমে তারা নিজেরাই সুষ্ঠ ব্যবহারের লক্ষে পানি সম্পদের পরিকল্পনা ও ব্যবস্থাপনা করতে পারেন।বাংলাদেশের একটি পুরাতন ও বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে জিকে(গঙ্গা-কপোতাক্ষ) সেচ প্রকল্প। জিকে সেচ প্রকল্পের অবস্থান কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলায়। ঝিনাইদহ পানি উন্নয়ন বিভাগ জিকে সেচ প্রকল্পের ঝিনাইদহ জেলায় অবস্থিত সেচ খাল এবং অন্যান্য সেচ কাঠামোর পরিচালনা ও  রক্ষনাবেক্ষণ করে থাকে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে নিষ্কাশন খাল খনন ও নদী ভাঙ্গন রোধ কল্পে নদী শাসনের কাজও করা হয়ে থাকে। 

ডাক যোগাযোগঃ

 নির্বাহী প্রকৌশলী,

 ঝিনাইদহ পানি উন্নয়ন বিভাগ,

 বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝিনাইদহ।

ফোনঃ ০৪৭৭-৭৪৬০৬৭

 অনলাইন যোগাযোগঃ

 -মেইলঃ  ee.bwdb.jhenaidah@gmail.com

 ওয়েব পেইজঃ www.bwdb.jhenaidah.gov.bd

 ফেসবুক: https://www.facebook.com/bwdb.jhenaidah.1

 ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCqaLywL7iKZCjLmBCy5HuXA

 যোগাযোগ ম্যাপঃ

 গুগল ম্যাপসঃ https://goo.gl/maps/BHiAf45uaA22 

 কীভাবে যাবেনঃ

 অফিসটি ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন। তাই ঝিনাইদহ বাস টার্মিনাল / আরাপপুর বাসস্ট্যান্ড হতে রিক্সাঅটোরিক্সা যোগে সহজেই উক্ত অফিসে যাওয়া যায়।